Friday, April 4, 2014
বাইকে বসিয়েই কবর!
তারুণ্য থেকে বার্ধক্য পর্যন্ত প্রায় পুরো জীবনটাই শখের বাইকটি সঙ্গে নিয়ে কাটিয়েছেন তিনি। তাই মৃত্যকালে জীবনসঙ্গী ‘হার্লি ডেভিডসন’-এর পুরোনো মডেলের সেই বাইকটি রেখে যেতে চাননি বিলি স্টানলি। পরিবারের সদস্যদের বলে গেছেন, মৃত্যুর পর তার কবরে যেন বাইকটিও দিয়ে দেওয়া হয়।৮২ বছর বয়সী স্টানলি যুক্তরাষ্ট্রের ওহিও নগরীর বাসিন্দা ছিলেন। ১৯৬৭ সালের ইলেকট্রা গ্লিড ক্রজার বাইক ছিল ওটি। শেষ ইচ্ছা অনুযায়ী জীবদ্দশায় যেভাবে বাইক চালাতেন ঠিক সেভাবেই তাকে মৃত্যুর পর বসিয়ে দেওয়া হয়েছে সেই বাইকটিতে। এজন্য কফিন সদৃশ ‘প্লেক্সিগ্লাস কাসবেট’ ব্যবহার করা হয়েছে। তারপর শেষবারের মতো তাকে রাস্তায় ঘুরানো হয়। তার পরনে ছিল কালো লেদার, মাথায় হেলমেট। দেহের পেছনে দিকে বেল এবং ব্যাক ব্রেস দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে।স্টানলির দুই সন্তানের কয়েক বছরের সাধনায় ওই বিশেষ ‘কফিন’ তৈরি হয়। এজন্য তারা কাঠ ও ধাতব বস্তু ব্যবহার করেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment