কাজাকিস্তানের কান্দেইজ লেক ১৩০০ ফিট চওড়া এবং ৩০ ফিট গভীর । এই লেক তৈরি হয় ১৯১১ সালের এক ভূমিকম্পের মধ্য দিয়ে। মাটি সরে তৈরি করে প্রাকৃতিক বাঁধের, এর পর পানি জমে তৈরি হয় এই লেকের। আগের থেকে থাকা গাছ গুলি এই পানির নিচে তলিয়ে যায়, কিন্তু পানির নিচে এই গাছ গুলি না মরে তা আরো ফুলে ফেঁপে ওঠে। এই লেকের পানিতে যদি গোছল করতে চান তাহলে একটু ভাবতে হবে আপনাকে কেননা সারা বছর জুড়ে এই পানি মারাত্মক ঠান্ডা থাকে, তবে যদি মাছ ধরতে চান তাহলে বেশ ভাল জায়গা।
No comments:
Post a Comment