আজব পৃথিবী

Sunday, April 6, 2014

ছোট ড্রাগন

সম্প্রতি ইন্দোনেশিয়া তে এরকম একটি প্রাণী 'পাওয়া' গেছে , এ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন , কেউ বলছেন এটি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী , কেউ বলছেন এট প্রাগৈতিহাসিক কালের ছোট Dragon , আসলে কি ? আসলে এটি 'উড়ুক্কু গিরগিটি' বা ইংরেজীতে Flying Lizard . ছবির প্রাণীটির Genus হিসেবে 'Draco' শনাক্ত করে গেলেও Species জানা যায়নি ,তাই এটিকে নতুন প্রজাতি হিসেবে ধারণা করে হচ্ছে, এর কয়েকটি জাত ভাইদের নাম জেনে নিন :
( বৈজ্ঞানিক নাম )
Draco blanfordii
Draco maculatus
Draco norvillii
Draco volans

No comments:

Post a Comment