আজব পৃথিবী

Friday, April 4, 2014

অবাক করা Don Juan Pond

জায়গাটি এ্যান্টার্টিকায় অবস্হিত। অত্যন্ত লবনাক্ত পানির কারনে জায়গাটি রহস্য সৃষ্টি করেছে। ১৯৬১ সালে জায়গাটি আবিস্কৃত হয়। এই পুকুরের পানি সমুদ্রের পানি থেকে ১৮ গুন বেশী লবনাক্ত। পুকুরটির দৈর্ঘ্য মাত্র ৩০০ ফুট, প্রস্হ ১০০ ফুট এবং গভীরতা .১০ মিটার। এই জায়গার তাপমাত্রা -৩০ ডিগ্রী কমে গেলেও অতি লবনাক্তার জন্য এই পুকুরের পানি কখনও সম্পূর্ন জমে যায় না।

No comments:

Post a Comment