আজব পৃথিবী

Tuesday, May 27, 2014

অবিশ্বাস্য সুন্দর সাগরের অতলে ৫টি শহর

ইয়োনাগুনি-জিমা, জাপান : জাপানের উপকূল থেকে বেশ কাছে, ইয়োনাগুনি নামের যেসব স্থাপনা আছে সেগুলো মানুষের তৈরি নাকি প্রাকৃতিক- এ নিয়ে এখনো সন্দেহ আছে গবেষকদের মনে। প্রাকৃতিক বলে ধরে নেওয়া যায়, কিন্তু পাথরের ওপরে সুন্দর করে কাটা ধাপ আর তেকোনা আকৃতি দেখে মনে ধাঁধার সৃষ্টি হয়। এখানে আছে এমন এক পিরামিড যা দেখে প্রাকৃতিক মনে হবার কোনো কারণ নেই। সাগরের তল থেকে ২৫০ উঁচু এই পিরামিড প্রতিনিয়ত আকর্ষণ করে স্কুবা ড্রাইভারদের।

লায়ন সিটি, কিয়ান্দাও লেক, চায়না : সাগর তলের যত শহর আছে তার মাঝে অন্যতম হলো লায়ন সিটি। পূর্ব হান ডাইনাস্টির সময়ে নির্মিত, প্রায় ৬২ টি ফুটবল মাঠের সমান বিস্তৃত এই নগরী এখন শুয়ে আছে থাউজেন্ড আইল্যান্ড লেকের ৮৫-১৩১ ফুট নিচে। ১৯৫০ সালে ইচ্ছে করেই একটা বাঁধ তৈরির উদ্দেশ্যে এই এলাকাটি ডুবিয়ে দেওয়া হয়। সৌন্দর্যের দিক দিয়ে আলেক্সান্দ্রিয়ার প্রতিযোগী এর সব স্থাপনা, আর তাই লায়ন সিটি ইদানিং চায়নার অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট হয়ে উঠছে।

পোর্ট রয়াল, জ্যামাইকা : একসময়ে জলদস্যু দিয়ে গিজগিজ করতো এই বন্দর। পৃথিবীর সবচাইতে খারাপ শহর হিসেবে এর কুখ্যাতি ছিলো। কিন্তু ১৬৯২ সালের জুনে ৭.৫ স্কেলের এক ভয়াবহ ভুমিকম্প আঘাত হানে এখানে। এর প্রভাবে সাগর টেনে নেয় পোর্ট রয়ালকে, মারা যায় দুহাজারেরও বেশি বাসিন্দা। অনেকে বিশ্বাস করে এখানে যত পাপকাজ হয়েছে তারই খেসারত দিতে তলিয়ে গেছে এই শহর।

ক্লিওপেট্রার প্রাসাদ, আলেক্সান্দ্রিয়া, মিশর : ধারণা করা হয় আলেক্সান্দ্রিয়া প্রায় দেড় হাজার বছর আগে এক ভূমিকম্পে হারিয়ে গিয়েছিলো সাগরের বুক, সম্প্রতি একে খুঁজে পাওয়া গেছে। রানি ক্লিপপেট্রার এই শহরের রাজকীয় প্রাসাদের পাশাপাশি দেবি আইসিসের মন্দিরও খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। পাওয়া গেছে ১৪০ টার মতো নিদর্শন। এমনকি এখানে ক্লিওপেট্রার সমাধি এবং একটি প্রাচীন মিউজিয়ামও পাওয়া যেতে পারে।

দ্বারকা, গালফ অফ ক্যাম্বে, ইন্ডিয়া : দেবতা কৃষ্ণের প্রাচীন শহরকে এক সময়ে শুধুই পুরাকাহিনী বলে মনে হলেও ২০০০ সালে খুঁজে পাওয়া গেছে একে। পুরাকাহিনী অনুযায়ী, কৃষ্ণের ছিলো এমন এক বিশাল শহর যাতে ছিলো স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি সত্তুর হাজার প্রাসাদ। কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা তলিয়ে যায় সাগরে। বর্তমানে যেখানে দ্বারকা শহর, তার কাছে সাগরের ১৩১ ফুট নিচে অবস্থিত এই প্রাচীন নগরী। এর স্থাপনার মাঝে দেখা যায় অদ্ভুত রকমে জ্যামিতিক পরিমাপের ব্যবহার।এর মাঝে পাওয়া যায় এমন সব নিদর্শন যার বয়স খ্রিষ্টপূর্ব ৭৫০০ সাল পর্যন্ত হতে পারে। এ কারণে অনেকেই একে পুরাকাহিনীর প্রাচীন দ্বারকা বলেই ধরে নেন।

No comments:

Post a Comment