আজব পৃথিবী

Saturday, March 22, 2014

বিড়ালের শাস্তি !

২৩ বছর বয়সী ব্রিটিশ নাগরিক লরা কানলিফের একটি বিড়াল ছিল। নাম ছিল মোগলি। ৪ মাস বয়সী পোষা বিড়াল মোগলিকে শাস্তিস্বরূপ সে মাইক্রোওভেনের ভেতর পাঁচ মিনিট ঢুকিয়ে রাখে। বিড়ালটি সেখানে মারা যায়। বিড়ালটির অপরাধ ছিল সে তার গোল্ডফিশ খেয়ে ফেলে ছিল। লরা এই জন্য বিড়ালটিকে এই শাস্তি প্রদান করে। এর চেয়ে অদ্ভুত এবং নিষ্ঠুরতা আর কোন ঘটনাই হতে পারে না।লরা পাঁচ মিনিট বিড়াল ছানাটিকে মাইক্রোওভেনে রাখার পর সেখান থেকে বের করে দেখে বিড়ালটি বেঁচে আছে। কিন্তু এর নয় মিনিট পর বিড়াল ছানাটি মারা যায়। বিড়াল ছানাটিকে হত্যার অভিযোগে আদালতে লরার বিচার চলছে। অভিযোগপত্রে আদালত বলে, বিড়ালছানাটি মারা গিয়েছে কারণ তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ গুলো পুড়ে গিয়েছিল। ফলে সে নিঃশ্বাস নিতে পারছিলো না। আদালত অনাবশ্যক প্রানীর ক্ষতি করার কারণে তাকে শাস্তি প্রদান করবে।

No comments:

Post a Comment