আজব পৃথিবী

Thursday, March 27, 2014

স্টাইলিশ হৃতিকের অজানা স্টাইল সিক্রেট

বলিউডের স্টাইল আইকন বলা হয় হৃতিক রোশানকে। প্রতিনিয়তই নিত্যনতুন স্টাইল ট্রেন্ড চালু করে বলিউড কাঁপিয়ে বেড়ান তিনি। পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি জিনিসের ক্ষেত্রেই তিনি ফ্যাশন সচেতন। আকর্ষণীয় ফিগারের কারণে যে কোনো পোশাকই মানিয়ে যায় তাকে। আর তাই নানান রকমের এক্সপেরিমেন্টাল ফ্যাশনও করেন তিনি। আসুন জেনে নেয়া যাক ফ্যাশন সচেতন এই তারকার স্টাইল সম্পর্কিত কিছু অজানা তথ্য।

সানগ্লাস
সানগ্লাস পরতে খুবই ভালোবাসেন এই তারকা। সানগ্লাসের ক্ষেত্রে হৃতিকের প্রথম পছন্দ রে বান সানগ্লাস। বাইরে বেরুলে তার সবসময়ের আনুসাঙ্গিক থাকে একটি রে বান সানগ্লাস।

পি ক্যাপ
হৃতিক রোশান ক্যাপ পরতে খুবই ভালোবাসেন। আর তাই বাইরে হোক আর ঘরের ভেতর হোক অধিকাংশ সময়েই তাকে ক্যাপ পরে থাকতে দেখা যায়। নানা ব্র্যান্ডের ক্যাপ আছে তার ব্যক্তিগত সংগ্রহে।

কমপ্লিট স্যুট
হৃতিকের ওয়্যারড্রব ভরা আছে পারফেক্ট ফিটিং এর কমপ্লিট স্যুট। বিয়ের অনুষ্ঠান, বলিউড তারকাদের বড় বড় পার্টি কিংবা রেড কার্পেটে তিনি স্যুট পরে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বেল্ট
হৃতিক কোথাও গেলে তার পছন্দের লুইস ভুইট্টন ব্র্যান্ডের বেল্ট পরতে ভুলেন না কখনোই।

জিম
যত ব্যস্ততাই থাকুক না কেনো জিম করতে কখনোই আলসেমি করেন না এই তারকা। সপ্তাহে ৫/৬ দিন জিম করেন তিনি। নিজের ফিগারের গঠন ঠিক রাখতে আলাদা ফুড চার্টও আছে তার।

সাদা শার্ট নীল জিনস
হৃতিকের প্রিয় একটি পোশাক হলো সাদা শার্টের সঙ্গে নীল জিনস পরা। এই পোষাকটি পরলে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

চশমা
চশমার ব্যাপারে বেশ আগ্রহ আছে হৃতিকের। নানান রঙের নানান স্টাইলের চশমা পরতে পছন্দ করেন তিনি।

No comments:

Post a Comment