যমজরা সাধারণত দেখতে খানিকটা একই রকম চেহারার অধিকারী এমনিতেই হন। আবার কখনো কখনো দুই যমজের মধ্যে চেহারা, হাঁটাচলা, এমনকি কথা বলায়ও থাকে অবিশ্বাস্য মিল। কিন্তু অস্ট্রেলিয়ার পার্থ শহরে বসবাসরত দুই বোন লুসি ও আন্না ডিসিনকিউ যেন যমজ হয়েও তাদের পেয়ে বসেছে যমজ জীবনযাত্রার বাতিকে।তারা নিজেদের চেহারা একরকমের করার জন্য আড়াই লাখেরও বেশি অস্ট্রেলিয়ান ডলার খরচ করে যেমন ঠোঁট পুরু, বক্ষ উন্নত ও ভ্রুতে ট্যাটু করিয়েছেন তেমনি ছোটবেলা থেকেই সবসময় ব্যবহার করেছেন একই রকম পোশাক, বিছানা, বালিশ। নিজেদের মধ্যে আলাপ করেছেন সব কথা, ব্যবহার করেছেন একটিই ফেসবুক আইডি। এমনকি প্রেম ও ডেটিংও করেছেন দুজন একই বয়ফ্রেন্ডের সঙ্গে।
জানা যায়, লুসি ও আন্না যমজ বলে ছোটবেলা থেকে দুজনের চেহারায় কিছুটা মিল ছিল। কিন্তু তাতে দুই বোনের মন ভরতো না। তারা চাইতো দুজন যেমন সবকিছু একই রকম ব্যবহার করেন তেমনি দেখতেও যেন দুজনকে হুবহু একই রকম লাগে। তাই বর্তমানে ২৮ বছর বয়সী ওই দুই বোন এককে অন্যের মতো করে গড়ে তুলতে সাহায্য নেন অস্ত্রোপচারের। তারপরও মাত্র এক মিনিটের বড় ছোট লুসি ও আন্নার চেহারার মধ্যে সামাণ্য হলেও ভিন্নভাব থেকে গেছে।লুসি ও আন্না বাড়িতে থাকেন তাদের মায়ের সঙ্গে। সেখানেই তাদের দুজনের বয়ফ্রেন্ড ইলেক্ট্রিকাল মেকানিক বেন বাইরেন মাঝে মাঝেই এসে থাকেন। তারা বিশ্বাস করেন, এটাই নাকি সম্পর্কের জন্য আদর্শ পরিস্থিতি।
লুসি জানান, তার বাবা লুইগি ২০১০ সালে মারা গেছেন। এখন তারা তাদের মায়ের কাছে থাকেন। তাদের মা প্রায়ই আগে দুবোনকে আলাদভাবে চলতে পরামর্শ দিতেন। কিন্তু তাদের বাবা দুজনকে একইরকম চলার ব্যপারে উৎসাহ দিতেন।এ সম্পর্কে আন্না বলেন, ‘আমরা একই সময় একজন ছেলের সঙ্গেই ডেটিং করি। কিন্তু আমাদের সম্পর্কটা তিন জনের। আমরা সবকিছু ভাগ করে নেই।’ লুসি বলেন, ‘এটা আমাদের জন্য কোনো অদ্ভূত বিষয় নয়। আমাদের দুজনের একটাই বয়ফ্রেন্ড আছে এবং আমরা তিন জন একই বিছানায় থাকি।’
No comments:
Post a Comment