আজব পৃথিবী

Saturday, May 10, 2014

বিয়ের গান শুনেই ‘কোমা’ থেকে উঠলেন স্ত্রী

গত মার্চ মাসে স্বামী স্টিভের ৪৬তম জন্মদিনে ৪ সন্তানের মা মারিয়া নিল (৪৮) হঠাৎ করেই অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলেন। হাসপাতালে নেয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হলেন তিনি। হাসপাতালে নেয়ার পর তাকে লাইফ-সাপোর্ট রাখা হলো। সবচেয়ে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে পরিবারের সদস্যদের পরামর্শ দিলেন চিকিৎসকরা। মারিয়াকে বিমানে করে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলো। ২ ঘণ্টার ওই অপারেশনের পর কোমায় চলে যান মারিয়া। চিকিৎসকরা ৫ দিনের জন্য সিডেটিভ জাতীয় ওষুধ প্রয়োগ করেছিলেন তার শরীরে। কিন্তু, এরপর আরও ২ দিন কোমায় ছিলেন মারিয়া। সপ্তম দিনে স্বামী স্টিভ সিদ্ধান্ত নিলেন তাদের বিয়ের দিনের ২টি পছন্দের গান শোনাবেন কোমায় থাকা স্ত্রীকে। ২১ বছর আগে বিশেষ দিনটিতে গান দুটি বাজানো হয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, তাতেই কাজ হয়। ১ ঘণ্টার মধ্যেই মারিয়ার অঙ্গপ্রত্যঙ্গ নড়ে ওঠে। তিনি ধীরে ধীরে হাত ও মাথা নাড়তে থাকেন। সপ্তম ও অষ্টম দিনে গান শুনে আরও নড়াচড়াটা বাড়তে থাকে। অষ্টম দিনই চোখ খুললেন মারিয়া। স্বাভাবিকভাবেই, এ ঘটনায় আনন্দের হিল্লোল বয়ে যায় মারিয়ার পরিবারে। সে উচ্ছ্বাসে গা ভাসান ওই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও।

No comments:

Post a Comment