Wednesday, May 14, 2014
গুহার ভেতরে আশ্চর্য সৌন্দর্য!
বিশ্ব ছেড়ে মানুষ যখন মহাবিশ্ব নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত তখনও জানা হয়নি বিশ্বের অজানা নানা রহস্য। চোখের আড়ালে গহিন দুর্গম এলাকায় রয়েছে অনাবিষ্কৃত অনেক কিছুই।পাপুয়া নিউগিনির নাকানাই পর্বতের দুর্গম অঞ্চলে রয়েছে এক বিশাল গুহা। গুহার ভেতরে আবার পানির স্রোতধারা। ভেতরে প্রবেশ করলে দেখা যায় নৈর্সগিক সৌন্দর্য কতটা দৃষ্টিনন্দন হতে পারে। গুহার মুখ থেকে চুয়ে চুয়ে পড়া পানি জমতে জমতে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল চুনের দণ্ড। সাদা বর্ণের চুনের দণ্ডগুলো আপন নিয়মে এমনভাবে বিন্যস্ত হয়েছে যা হয়তো কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়।ভূ বিশারদরা গুহাটির সন্ধান পেয়েছিল ১৯৮১ সালে। কিন্তু জানা হয়নি কিছুই। সম্প্রতি বৃটিশ গুহাচারীদের ১৩ জনের একটি দল গুহাটির কিছু অংশ পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন ফরাসি আলোকচিত্রী ফিলিপ বেঞ্চ। তিনি তার ক্যামেরায় ধারণ করেছেন গুহার ভেতরের গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য। এই ছবিটি বেঞ্চেরই তোলা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment