আজব পৃথিবী

Friday, May 9, 2014

৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!

পেরুর বিমান বাহিনীর এক সদস্য প্যারাশুট জাম্পে ১৫শ’ মিটার (৫ হাজার ফুট) উপর থেকে লাফিয়ে পড়ার পর প্যারাশুট না খোলায় তিনি সরাসরি নিচে পড়ে যান।কিন্তু নিচে পড়ার পর তিনি জীবিতই আছেন। শুধু তাই নয়, তার শরীরের কোথাও কোনো আঘাত লাগেনি, একটা হাড়ও ভাঙেনি এমনকি চিড়ও ধরেনি বলে জানিয়েছে বিবিসি।ভাগ্যবান এই ব্যক্তির নাম আমাসিফুয়েন গামারা। ৩১ বছর বয়সী গামারা পেরু বিমান বাহিনীর একজন সার্জেন্ট।জরুরি বিভাগের চিকিৎসক গুয়িলেরমো প্যাচিকো বলেন, “তিনি জীবিত আছেন এটি একটি অলৌকিক ঘটনা। স্রষ্টার ইচ্ছায়ই তিনি বেঁচে আছেন।”দক্ষিণ পেরুর অ্যারিকুইপাতে একগাদা মেডিকেল পরীক্ষার পর ডা. প্যাচিকো বলেন, “তার কোনো হাড়ে চিরও ধরেনি।”এই চিকিৎসক জানিয়েছেন, ১৫শ’ মিটার উচুঁতে থাকা একটি সামরিক বিমান থেকে লাফ দিয়েছিলেন গামারা, কিন্তু প্যারাসুট খোলার চেষ্টা করতেই এর দড়িগুলো তার গলায় পেঁচিয়ে যায় এবং গামারা জ্ঞান হারিয়ে ফেলেন।

No comments:

Post a Comment