অসাধারণ সৌন্দর্যের প্রতীক হিসেবে কোন জিনিসটির উদাহরণ দেয়া যায় বলুন তো? চাঁদ, প্রাকৃতির সবুজ, দিগন্ত বিস্তৃত সমুদ্র কিংবা বালুকাবেলা। এর সাথে আরও অসাধারণ দুটি সৌন্দর্য রয়েছে যার একটি হলো সূর্যোদয় এবং অপরটি সূর্যাস্ত। এই সৌন্দর্য দুটি এমন যে এক নিমেষে পৃথিবীর সকল কালিমা দূর হয়ে প্রকৃতি সাজে পবিত্র এক সৌন্দর্যে। তাই প্রকৃতির সকল সৌন্দর্যের ঊর্ধ্বে ধরা হয় সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়কে।সূর্যাস্তের সময়টাকে পরিবেশের কারণে অনেক বেশি রোম্যান্টিক বলে ধরা হয়। মনের মধ্যে অসাধারণ অনুভূতির সৃষ্টি করে আকাশের রক্তিম আভা। বিশ্ব জুড়ে প্রচুর টুরিস্ট বিভিন্ন জায়গায় শুধুমাত্র সূর্যোদয় ও সূর্যাস্তের অপার সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণ করে থাকেন। এমনই কিছু অপার সৌন্দর্যের সূর্যাস্ত নিয়ে আমাদের আজকের ফিচার। চলুন তবে দেখে নিন অসাধারণ সৌন্দর্যের ২৫ টি সূর্যাস্তের ছবি, যা না দেখতে পারলে জীবনটাই বৃথা। তালিকায় আছে আমাদের কক্সবাজারও।
প্রচ্ছদে যে অসাধারণ সৌন্দর্যের সূর্যাস্ত দেখতে পাচ্ছেন সেটি ম্যানুয়েল অ্যান্টোনিও, কোস্টারিকার ছবি।
দ্য গ্রেট স্মোকি মাউন্টেইনস, ইউএসএ
দ্য গ্রেট স্মোকি মাউন্টেইনস, ইউএসএ
জোকুলসারলোন, আইসল্যান্ড
জোকুলসারলোন, আইসল্যান্ড
স্যান্টোরিনি, গ্রীস
ম্যানিলা, ফিলিপাইনস
সাবাহ, মালয়েশিয়া
মন্ট ব্ল্যাংক, সুইজারল্যান্ড
কক্সবাজার, বাংলাদেশ
সিডনী, অস্ট্রেলিয়া
লোয়ার লাফ এর্নি ফ্যারমানাগ, আয়ারল্যান্ড
রায়েকজ্যাভিক, আইসল্যান্ড
স্যান্টিয়াগো, চিলি
আগ্রা, ভারত
কিউবিক, কানাডা
তেহরান, ইরান
নর্থ ইস্টার্ন আলাস্কা, ইউএসএ
ব্লু মাউন্টেইনস, অস্ট্রেলিয়া
ওয়াশিংটন, ইউএসএ
সেন্ট পিটারবার্গ, রাশিয়া
রিও ডি জেনিরো, ব্রাজিল
প্যারিস, ফ্রান্স
গ্রানাডা, নিকারাগুয়া
কালাহারি মরুভূমি, বোটসোয়ানা
স্টোনহেনগে, ইংল্যান্ড
বোরডেউক্স, ফ্রান্স
No comments:
Post a Comment