আজব পৃথিবী

Monday, May 5, 2014

পৃথিবীর ইতিহাসে বৃহত্তম আত্মহত্যা

১৯৭৮ সালে জিম জোসন নামের এক ধর্ম প্রচারক তার ৯০৯ জন ভক্ত নিয়ে আত্মহত্যা করে। এটা হলো পৃথিবীর ইতিহাসে বৃহত্তম আত্মহত্যার ঘটনা। প্রথমে তারা সবাই একটি বাড়ির ছাদের উপর মিলিত হয়। তারপর একসাথে সবাই বিষ খেয়ে আত্মহত্যা করে।আত্মহত্যার পরে পুলিশ তাদের লেখা কিছু ডায়রি উদ্ধার করে। আর সেগুলোর মধ্যে একটিতে লেখা ছিলো ‘এই পৃথিবী নষ্ট আর খারাপের দখলে চলে গেছে। তাই আমরা এই পৃথিবী ছেড়ে এমন এক গ্রহে চলে যাচ্ছি যেখানে থাকবে সুখ আর শান্তি।

No comments:

Post a Comment