হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। কোনো মজাদার সালাদ বা সবজি নয়, লং উনসেং তারকাঁটা খাচ্ছেন!চীনের এ ব্যক্তি তিন থকে পাঁচ সেন্টিমিটারের তারকাঁটাগুলো অনায়াসে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলতে পারেন। ধীরে ধীরে তিনি তারকাটার সঙ্গে ভাঙা কাঁচের টুকরা, টাইলস এবং সিরামিকও তার খাদ্য তালিকায় যোগ করেছেন। একটু তেলের সঙ্গে সালাদের মতো করে এই খাবারগুলো খেতে পছন্দ করেন তিনি।লং একটি খনিতে কাজ করেন। তিনি বলেন, আমার তখন ১৭ কি ১৮ বছর বয়স। ঠিক মনে নেই, কার মুখে যেন অবিশ্বাস্যও এই খাবার খাওয়ার ব্যাপারে প্রথম শুনি। এরপর ৩২ বছর ধরে আমি এ খাবার খেয়ে যাচ্ছি।তিনি আরও বলেন, আমাকে কে এই খাবার প্রথম খাওয়ানো শিখিয়েছিলেন তাও মনে নেই।এতো বছর ধরে এমন ভয়ঙ্কর খাবার খেয়েও সুস্থ আছেন ৪৯ বছর বয়সী লং।তবে লং সুস্থ থাকলেও এমন খাবার খেয়ে যে কেউ যে মারাত্মক অসুস্থ হবে সে কথা বলাই বাহুল্য। তাই বাড়িতে এমন চেষ্টা না করাই মঙ্গল।
No comments:
Post a Comment