আজব পৃথিবী

Sunday, May 11, 2014

সোনার তৈরি রেস্টুরেন্ট

ইতালি সিসিলির মিলান শহর। ডোলস গাবানা গোল্ডেন রেস্টুরেন্টটি রয়েছে এখানেই। পুরো রেস্টুরেন্ট স্বর্ণের খনি যেন। চেয়ার, টেবিল ক্লথ, খাবার প্লেট, চামচ, ছাদ, ঝাড়বাতি এমনকি দেয়ালেও ব্যবহার করা হয়েছে স্বর্ণ। সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে রেস্টুরেন্টের ওয়াশরুম পর্যন্ত! এখানে খাবারের তালিকায়ও আছে স্বর্ণের আইসক্রিম!

No comments:

Post a Comment