আজব পৃথিবী

Tuesday, May 27, 2014

অসম্ভব সুন্দর কয়েকটি স্থান

রিস্তোরেন্তে গ্রোত্তা পালাজেস, ইতালি : এই অসাধারণ রেস্টুরেন্টটি পুরোটাই একটি পাহাড়ের গুহার ভেতরে অবস্থিত। অসাধারণ রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের একটি স্থান।

চিচিলিয়ান্নে, হৃোন আল্পস, ফ্রান্স : ৭,০০০ ফুট উচ্চতার মন্ট আইগুল্লে আসলেই দম বন্ধ করা সুন্দর, তাই নয় কি?

টাইগার’স নেস্ট মনাস্ট্রি, পারো ভ্যালী, ভুটান : নিজের দেশের কাছেই রয়েছে এই অসাধারণ সুন্দর স্থানটি। ৩,০০০ ফুট ওপরে পাহাড়ের ওপর ক্লিফের পাশেই ১৭ শতাব্দীতে তৈরি এই মনাস্ট্রিটি।

ডুব্রোভনিক, ক্রোয়েশিয়া : মেডাইভাল যুগের এই শহরটি সকলের কাছে নতুন করে পরিচিত হয়েছে ‘গেম অফ থর্নস’ মুভির কিছু অংশে ব্যবহৃত হয়ে। যারা মুভি দেখে ভেবেছিলেন জায়গাটি কোনো স্টেজে বানানো তারা যেয়ে ঘুরে আসুন একবার।

আলবারাসিন, আরাগণ, স্পেন : অসাধারণ সুন্দর এই শহরটিও মেডাইভাল যুগের নিদর্শন। যারা ঐতিহাসিক নিদর্শন প্রিয় তাদের জন্য এই স্থানটি জাদুকরী।

বাগান, বার্মা : প্রাচীন এই স্থানটি বার্মার বেশ ভেতরে অবস্থিত, বলতে গেলে লুকোনো একটি স্থান। এই শহরে ছিল ১০,০০০ বৌদ্ধ মন্দির যার মধ্যে ২২০০ টি এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সত্যিই ভ্রমণের জন্য অসাধারণ একটি স্থান।

আয়েসচের, সুইজারল্যান্ড : এই হোটেলটি আপ্পেঞ্জেল্লারল্যান্ড পাহাড়ের ওপরে অবস্থিত। এইখানে যেতে হলে ক্যাবল কারে করে যেতে হয়। সত্যিই ছবির মতো সুন্দর মনে হয় একেই বলে।

হাইকু স্টেয়ারস, হাওয়াই : এই জায়গাটিকে বলা হয় ‘স্বর্গের সিঁড়ি’। সমুদ্র সমতলের প্রায় ২,৮০০ ফুট ওপর পর্যন্ত চলে গিয়েছে এই সিঁড়িটি।

পিংভ্যালাভাট্যান লেক, আইসল্যান্ড : যারা সমুদ্রে ডাইভ করতে পছন্দ করেন তাদের জন্য সব চাইতে ভালো ভ্রমণের স্থান এটি। সমুদ্রের অসাধারণ সৌন্দর্য উপভোগের আদর্শ স্থান।

চেফচ্যাউয়েন, নর্থওয়েস্ট মরক্কো : এই স্থানটি সব চায়ে বেশি জনপ্রিয় এখানের নীল রঙের বাড়িগুলোর জন্য। প্রতিটি বাড়ির আকার ও রঙ একই হওয়ার কারণে পুরো শহরটিতে তৈরি হয়েছে গোলোকধাঁধাঁ। যদি এই শহরের আরও দুটি মূল আকর্ষণ রিফ মাউন্টেইনস এবং দ্য কাস্কাডেস ড’অ্যাকচউর।

লর্ড হোয়ে আইল্যান্ড, অস্ট্রেলিয়া :  লর্ড হোয়ে আইল্যান্ড। এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই সুন্দর স্থানটির সুরক্ষার জন্য এখানে প্রতিবছর শুধুমাত্র ৪০০ জন টুরিস্ট আসতে দেয়া হয়। এর বেশি নয়।

হুয়াকাচিনা, পেরুভিয়ান মরুভূমি : মরুভূমির বুকে মাত্র ১০০ জন মানুষের শ্রমে তৈরি এই ছোট্ট গ্রামটি সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু সামান্য কিছু ভাড়াতেই আপনি থক্তে পারবেন অসাধারণ এই স্থানটিতে।

দ্য বেস্টেই ব্রিজ, এলবি স্যান্ডস্টোন মাউন্টেন, জার্মানি : অসাধারণ স্থাপত্যের নিদর্শন এই স্থানটির কথা জানেন না অনেকেই। সবুজের সৌন্দর্যে ভরপুর এই স্থানটি আসলেই স্বর্গীয় সুন্দর।

কাপ্পাদোসিয়া, তুর্কি : ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডে’স’ মুভিটি দেখার পর অনেকেরই এইরকম বেলুনে চড়ার শখ আছে। একবার বেলুনে চড়ে দেখেই আসুন না চাঁদের মাটির মতো এই স্থানটিতে।

হলসট্যাট, অষ্ট্রিয়া : পাহাড়ের পাদদেশের এই ছোট্ট ছিমছাম শহরটিতে লোক সংখ্যা মাত্র ১০০০ জন। এই অসাধারণ স্থানটিও এখনো সকলের কাছেই অজানা।

লেপটিস ম্যাগনা, ত্রিপলি, লিবিয়া : রোমান সময়ের এই অসাধারণ নিদর্শন ইতিহাস প্রিয় যে কারো কাছে হয়ে উঠতে পারে ভ্রমণের উপযুক্ত স্থান।

দ্য অ্যালক্যা্যার অফ সেগোভিয়া, স্পেন : কোনো মুভির বানানো সেট বলে মনে হলেও এই স্থানটিও রয়েছে পৃথিবীর বুকে। তুষারে ঢাকা এই জায়গাটি অবশ্য অনেকেই চেনেন না।

অ্যালটের দো চাও, ব্রাজিল : অ্যামাজনের সব চাইতে কাছের শহর এটি, অসাধারণ একটি সৈকত, তাই নয় কি?

হোটেল মউলিন দে রক, ফ্রান্স : অনেকেই নদীর তিরে একটি বাড়িতে থাকার স্বপ্ন দেখে থাকতে পারেন। তাদের জন্য এই স্থানটি সব চাইতে উপযুক্ত।


বিশপ ক্যাসেল, স্যান ইসাবেল ন্যাশনাল ফরেস্ট, র‍্যে, কলোরাডো : ছোটবেলার বিশপের গল্পের কথা মনে আছে? সেই বিখ্যাত জিম বিশপের তৈরি এই ক্যাসেলটি অনেক বেশি আকর্ষণীয় হতে পারে যে কোনো টুরিস্টের কাছে।

No comments:

Post a Comment