Wednesday, May 14, 2014
বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু
এই সেতুর দৈর্ঘ্য মাত্র ৩ মিটার। কিন্তু অবাক হয়ে যাবেন যখন শুনবেন এই সেতুর দুই পাশে দুটি দেশ। অর্থাৎ এটি বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু। দুটো ছোট ছোট দ্বীপ এই সেতু দিয়ে জোড়া। কানাডা ও আমেরিকার দুটি দ্বীপ এই সেতু দিয়ে সংযুক্ত। বড় দ্বীপে আছে মাত্র একটা বাড়ী যা কানাডার অংশ। আর আমেরিকার অংশ ছোট দ্বীপে কোন বাড়ী-ঘর নেই। দ্বীপ দুটো হল জাভিকন আইল্যান্ড এবং লিটল জাভিকন আইল্যান্ড। একটি মজার কাহিনী এই দ্বীপ দুটিকে নিয়ে প্রচলিত হয়ে গেছে। কানাডার অংশের দ্বীপের মালিক স্ত্রীর সাথে ঝগড়া করে মাঝে মাঝে দেশত্যাগ করতেন অর্থাৎ বড় দ্বীপ থেকে ছোট দ্বীপে গিয়ে সময় কাটাতেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment