Wednesday, May 7, 2014
অসুস্থ কুকুরকে ডাক্তার না দেখানোয় ৬ লাখ টাকা জরিমানা !
অসুস্থ কুকুরকে ডাক্তার না দেখানোয় ৬ লাখ টাকা জরিমানা গুনতে হলো মনিবকে! অসুস্থ গৃহপালিত কুকুরকে পশু চিকিৎসকের কাছে না নেওয়ায় স্থানীয় এক ব্যবসায়ীকে ৭ হাজার ৭৫০ ইউএস ডলার (৬ লাখ এক হাজার ২৬৯ টাকা) জরিমানা করেছেন সিঙ্গাপুরের একটি আদালত। ৭৬ বছর বয়সী লিম সু সেংকে বৃহস্পতিবার এ দণ্ড দেওয়া হয়।পশুকে অবহেলা করার কারণে এটাই এ পর্যন্ত সর্বোচ্চ অর্থদণ্ডের ঘটনা বলে জানিয়েছে দেশটির কৃষি-খাদ্য ও পশু চিকিৎসক কর্তৃপক্ষ।লিমের গৃহপালিত কুকুরটির মৃতদেহের ময়নাতদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, কুকুরটি বেশ অবহেলার শিকার হয়েছিল। এমনকি এটি মাসখানেক ধরে অনাহারেও ছিল।সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু এনিমেলস (এসপিসিএ) নামক সংগঠনের নির্বাহী পরিচালক করিন্যে ফং বলেন, ‘আদালতের এই নির্দেশ গৃহপালিত পশু মালিকদের তাদের পোষা প্রাণীটির পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণের দায়িত্ব পালনে সচেতন করবে।’সম্প্রতি সিঙ্গাপুরের ধনী নাগরিকদের অনেকের বিরুদ্ধেই পশু নির্যাতনের অভিযোগ করা হচ্ছে। এর মধ্যে কুকুরকে বিষ দেওয়া ও বিড়ালের ওপর অত্যাচারের ঘটনা রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment