মেক্সিকোর চিড়িয়াখানায় জন্ম নিয়েছে গাধা আর জেব্রার সংকর ‘জনকি’ (zebra ও donkey= Zonkey)সম্প্রতি মেসিক্সকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের চিড়িয়াখানায় এই জনকি ছানা জন্ম নেয়।২৬ কেজি ওজনের এই জনকি ছানার নাম রাখা হয়েছে ‘খুমবা’।খুমবা শরীরের উপরটা দেখলে মনে হবে সে যেন চিরাচরিত গাধাই। কিন্তু তার পায়ের অংশে তাকালে চমকে যেতে হয়। কারণ সেখান থেকেই রয়েছে তার জেব্রার মতো সাদা কালো ডোরা দাগ। খমবার মা জেব্রা ‘রায়াস’ ওই চিড়িয়ানার বাসিন্দা হলেও বাবা গাধাটির বাড়ি ন্তিু পার্শ্ববর্তী একটি ফার্মে।
No comments:
Post a Comment