Sunday, May 4, 2014
লাশের সঙ্গে আট মাস!
প্রতিদিন ভোর হতেই কাজের সন্ধানে বেরিয়ে পড়েন দুই বোন। ফেরেন গভীর রাতে। মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। তাই আর বৃদ্ধা মাকে অহেতুক ডেকে বিরক্ত না করে খেয়ে-দেয়ে বিছানার দিকে পা বাড়ান মেয়ে দু'টি। ব্যস্ত জীবনে একই রুটিনে পার হতে থাকে দিনের পর দিন। মাকে আর ডাকা হয় না। অবশেষে দীর্ঘ আট মাস পর মেয়েরা আবিষ্কার করলেন তাদের মা আর বেঁচে নেই। মায়ের প্রাণপাখি কখন যে খাঁচা ছেড়ে বেরিয়ে গেছে তা আর দেখার সময় হয়নি দুই মেয়ের। মা মরে ছিলেন নিজের ঘরে, কম্বলের তলায়। যখন জানতে পারলেন ততদিনে মায়ের মৃতদেহ কঙ্কাল হয়ে গেছে।'অবিশ্বাস্য হলেও এমনই এক খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের স্থানীয় দৈনিক আল ওয়াতন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment