আজব পৃথিবী

Wednesday, May 7, 2014

মাছ চালাবে গাড়ি

মাছ গাড়ি চালাবে এটা ভাবা যায়? ভাবতে কষ্ট হলেও ব্যাপারটি সত্যি হতে চলছে। মাছ গাড়ি চালাবে। তবে তা হচ্ছে এ্যাকুরিয়াম গাড়ি। চাকা লাগানো এ্যাকুরিয়াম। মাছ থাকবে ড্রাইভারের ভূমিকায়। ড্রাইভার যেমন নিজের ইচ্ছেমতো গাড়ির গতিপথ পরিবর্তন করেন, মাছও তেমনি নিজের ইচ্ছেমতো এ্যাকুরিয়াম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে।শীঘ্রই এই রকম এ্যাকুরিয়াম বাজারে আসছে। এই এ্যাকুরিয়ামের নাম রোবো এ্যাকুরিয়াম। দাম পড়বে দু’শ’ ডলার। রিমোট কন্ট্রোল কার চেসিসের ওপর বসানো থাকবে এই এ্যাকুয়ারিয়াম। ক্যামেরা বিশ্লেষণের মাধ্যমে মাছ কোন্ দিকে সাঁতার কাটছে তা জানা যাবে অতি সহজেই। প্রথমে এটি স্রেফ শিল্প প্রকল্প হিসেবে যাত্রা শুরু করলেও এখন রীতিমতো বাণিজ্যিক ভিত্তিতে এই প্রকল্পে অর্থ যোগানো হচ্ছে।

এই রিমোট কন্ট্রোল এ্যাকুরিয়াম তৈরি করছেন ওলন্দাজ গবেষকরা। এ্যাকুয়ারিয়ামে মাছ তাদের আবাসস্থলের চারদিকে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারবে। ‘ফিশ অন হুইলস’ নামের এই এ্যাকুরিয়াম নির্মিত হয়েছে একটি স্ট্যান্ডার্ড ওয়েবক্যাম ও আরডুইনো নামের একটি ক্ষুদে কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটযান ব্যবহার করে।
ওলন্দাজ প্রতিষ্ঠান স্টুডিও ডিপ মেইল কর্তৃপক্ষ এই বিষয়ে বলেন, ‘আমরা এই ডিভাইসটি তৈরি করেছি কারণ আমরা কম্পিউটার ভিশন প্রযুক্তির সম্ভাব্যতা প্রদর্শন করতে চেয়েছিলাম। চারদিকে ঘুরে না বেড়ালে ফিশকার একটি স্বাভাবিক এ্যাকুয়ারিয়াম হিসেবে ব্যবহার করা যাবে। আমরা এরপর এই ধারণা পোষণ করি যে, কম্পিউটার ভিশনের মাধ্যমে এমনকি অন্যান্য প্রাণী এই যন্ত্র নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।’এ্যাকুরিয়ামের ওপর ক্যামেরা বসানো থাকায় মাছটি কোথায় কোন্দিকে সাঁতার কাটছে তা দেখা যাবে। মাছটির অবস্থান নির্ণীত হবে কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে যা কারটিকে যেদিকে সাঁতার কাটা হয় সেদিকে চালিত করবে। মাছের সাঁতার কাটার ওপর ভিত্তি করেই এ্যাকুরিয়াম চলতে থাকবে। এটাই এই এ্যাকুরিয়ামের বিশেষত্ব।‘বিশ্বের সকল মাছকে মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে মাছের জন্য এই স্বয়ংক্রিয় কার উদ্ভাবন করা হয়েছে।গাড়ি চালাবে শুধু মানুষ এমন ধারণাকে পাল্টে দেবে এই এ্যাকুরিয়াম। এতে মাছ নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারবে। ঘরের এক কোণে বন্দী না থেকে মাছ তার ইচ্ছেমতো ঘুরে বেড়াবে। প্রকৃতির সান্নিধ্য মাছের জন্য বয়ে আনবে আরও স্বাচ্ছন্দ্য।

No comments:

Post a Comment