উল্টো বাড়ি মানে আক্ষরিক অর্থেই উল্টো বাড়ি। বাড়ির ছাদ মাটিতে। আর নিচের দিকে অংশটাই ছাদ।চীনের একটি গ্রামে অবস্থান এই বাড়ির। এই বাড়িতে কিন্তু ঢুকতে হবে জানালা দিয়ে। আবার ভাববেন না, চোরের মতো জানালা দিয়ে ঢুকছেন। আসলে এই বাড়ির সদর দরজাই ওই জানালাটি!স্থানীয় স্থপতিদের নকশায় তৈরি বাড়িটিতে ঢুকলে মনে হবে ছাদে দাঁড়িয়ে সব কিছু দেখছেন আপনি।দোতলা এই বাড়িটির তিনটি কামরা সাজানো হয়েছে সাংঘাই প্রদেশের একটি প্রাচীন শহরের আদলে।বাড়িটির বসার ঘরে আছে সোফা, কফি টেবিল, পড়ার টেবিল এমনকি অর্ধেক খালি গ্লাসও আপনি দেখতে পারেন সেখানে।
রান্নাঘরেও আছে আধুনিক সুবিধা সম্বলিত সাজানো-গোছনো সরঞ্জাম। আর খাওয়ার ঘরে গিয়ে দেখবেন চিংড়ির মতো মজাদার খাবার দিয়ে পরিপাটি করে সাজানো ডাইনিং টেবিল। বেডরুমে গিয়েও মন ভালো হয়ে যাবে আপনার। সেখানে আছে আরামদায়ক বিছানা, ওয়্যারর্ডোব আর পড়ার টেবিল।ভাবছেন এই উল্টো বাড়িতে পা উল্টো করে কারা থাকে? না, থাকার জন্য নয়, পর্যটকদের আকর্ষণ করার জন্যই নির্মাণ করা হয়েছে এই উল্টো বাড়ি।চলতি বছরের এপ্রিলে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বাড়িটি।তবে এ ধরনের উল্টো বাড়ি চীনই প্রথম নিমার্ণ করেনি। রাশিয়া, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ডেও দেখতে পাবেন এ রকম উল্টো বাড়ি।
No comments:
Post a Comment