শুনে আশ্চর্য হবেন যে আইফেল টাওয়ার যিনি তৈরি করেন তিনি স্ট্যাচু অব লিবার্টি এর অভ্যন্তরীণ ফ্রেইম তৈরী করেন। ইনি হচ্ছেন অ্যালেক্সান্ডার গুস্তাভে আইফেল। তিনি আইফেল টাওয়ার এর প্রধান স্থপতি এবং ঠিকাদার। মরিস কোকলেন, এমিল ন্যুগিয়ের (ফরাসি উচ্চারণটা অনেকটা দাঁতভাঙ্গা) এবং পরবর্তীতে স্টিফেন সভেস্ত্রে ও কাজ করেন আইফেল এর সাথে।
কত দিনে তৈরী হলো আইফেল টাওয়ার - আইফেল টাওয়ার তৈরির কাজ শুরু হয় ১৮৮৭ সালের ২৮ জানুয়ারি, আর সব মিলিয়ে কাজ শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। এটি তৈরি করতে সময় লাগে সর্বমোট ২ বছর, ২ মাস এবং ৫ দিন। এটি তৈরিতে ৩০০ শ্রমিক অবিরাম শ্রম দিয়েছেন।
No comments:
Post a Comment