বরফের ভাস্কর্যের কথা শুনেছেন অনেকে। কিন্তু বরফ দিয়ে আস্ত গিটার, বেহালা কিংবা কিবোর্ড তৈরি করে দিব্যি কনসার্টে গান গাওয়া হচ্ছে, এমন কথা কে কবে শুনেছেন! কিন্তু এ বিচিত্র কাজটিই করেছেন সুইডেনের বরফ ভাস্কর ও সঙ্গীতশিল্পী টিম লিনহার্ট। লিনহার্টের যে গানের দল, সে দলে সব ধরনেরই বাদ্যযন্ত্র আছে। কিন্তু সেগুলো সবই বরফের তৈরি! 'আইস-ইনস্ট্রুমেন্ট' নামের বরফে তৈরি এসব বাদ্যযন্ত্রের তালিকায় গিটার, বেহালা, কিবোর্ড, ড্রাম, ম্যানডোলিন, ব্যাঙ্গো, জাইলোফোন থেকে শুরু করে কত কী বাদ্যযন্ত্র।লিনহার্টের হাতে গড়ে ওঠা 'আইস মিউজিক' নামক এ গানের দলটি টানা ১৫ বছর ধরে বরফ দিয়ে বানানো বাদ্যযন্ত্র দিয়ে প্রতি বছর ঘটা করে 'আইস মিউজিক কনসার্ট' আয়োজন করে। সাধারণত বরফ দিয়ে একটি বাদ্যযন্ত্র তৈরি করতে লিনহার্টের সাত দিনের মতো সময় লাগে, আর পুরো প্রক্রিয়াটি সম্পাদিত হয় মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে।
No comments:
Post a Comment