৮০ ফুট নিচে বালুর দেয়ালে চাপা পড়েও কপালের জোরে বেঁচে গেছেন এক চীনা নির্মাণ কর্মী। চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং এলাকায় একটি নির্মাণ কাজ চলার হঠাৎ করে বালির একটি দেয়াল মিংমেই ঝিয়ং নামের ৩৪ বছর বয়সী ওই নারী নির্মাণ কর্মীকে চাপা দেয়। কিন্তু তার মাথায় যে শক্ত লোহার হেলমেট ছিল তার ফাঁক ফোকরে কিছুটা বায়ু জমা থাকায় মিংমেই নিশ্বাস নিতে পারেন এবং উদ্ধার কর্মীরা তাকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সমর্থ হয়।
উদ্ধার কর্মীরা যত দ্রুত সম্ভব মিংমেইকে উদ্ধার করতে বালু সরাতে থাকে। কিন্তু বালি সরালেও তা ফের ধসে পড়ায় উদ্ধার কাজ ব্যহত হতে থাকে। এক পর্যায়ে পুরো ৩০ মিনিট পর মিংমেইয়ের লাল রংয়ের হেলমেটটি দেখতে পায় উদ্ধার কর্মীরা। ততক্ষণে তার অবস্থানকে লক্ষ্য করে পাশাপাশি আরেকটি সুরঙ্গ তৈরি করে মিংমেইকে উদ্ধার করে আনা হয়।উদ্ধারকর্মী শাইমিং লিয়াং বলেন, আমরা তার মাথার কাছে পৌঁছাতে পারলেও চার চারপাশে ফের বালু এসে পড়ায় উদ্ধার কাজে বেশ সমস্যা হচ্ছিল। দমকল বাহিনীর মুখপাত্র চুয়াং প্যান জানান, বালু দ্রুত তুললেও তা ফের এসে তার মাথার উপর পড়ছিল। তাকে যখন বালুর স্তুুপ থেকে টেনে তোলা হয় যেমনটি কোনো বোতলের কর্ক খুলে ফেলার মত অবস্থা আর কি!উদ্ধারের পর মিংমেইকে স্বাস্থ্য পরীক্ষার পর এক রাত স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়। তারপর সামান্য আহত মিংমেই দিব্যি তার বাড়িতে হেঁটে চলে যান।
No comments:
Post a Comment