আজব পৃথিবী

Saturday, May 3, 2014

দুই বছর ধরে হানিমুন!

প্রায় দুই বছর ধরে অর্ধেক পৃথিবী ঘুরে নিজেদের মধুচন্দ্রিমা যাপন করলেন অ্যানি আর মাইক হাওয়ার্ড। ভালোবাসা-ভ্রমণ-অ্যাডভেঞ্চারের মিশেলে এখনও পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম হানিমুন কাটালেন এই জুটি।কখনও আফ্রিকার ঘন জঙ্গল, কখনও রিও ডি জেনিরো কার্নিভাল, কখনও থাইল্যান্ডের রান্নার ক্লাস, কখনও আবার জাপানি শিল্পকলার ক্র্যাশকোর্স। এভাবেই অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারের ঝুলি কানায় কানায় পূর্ণ করে ঘরে ফিরেছেন তারা।

তাদের এই অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে একটি ওয়েবসাইট চালু করেছেন মাইক ও অ্যানি। নাম দিয়েছেন 'হানিট্রেক ডট কম'। সেই সাইটে মাইক নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন, 'পেশাদার হনিমুনার'!এর আগে কাজের ব্যস্ততায়, আর অফিসের বসের খবরদারির হাত থেকে রেহাই পেতে ‘সুখের সন্ধানে’ চাকরি ছেড়ে দেন তারা। ভাড়া দিয়ে দেন নিজেদের ফ্লাটটিও। এরপর দুজনে বেরিয়ে পড়েন দীর্ঘ হানিমুনে। সত্যি, এমনও তো মানুষ হয়!

No comments:

Post a Comment