আজব পৃথিবী

Sunday, May 11, 2014

পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী

নদী না পাহাড়ি গোলাপি ফুলের বাগান তা বুঝতে ভুল করবেন অনেকে। সবুজ, হলুদ তাতে আবার দিয়েছে ভিন্নতা। জল স্বচ্ছ। মাঝে মধ্যে বড় বড় গর্ত। গর্তের চারপাশ দিয়ে পড়ছে ঝরনা ধারা।

এটাই বিশ্বের সবচেয়ে সুন্দর নদী হিসেবে পরিচিত। অবশ্য এর প্রধান কারণ নদী কেন্দ্র করে পাঁচ রঙের সমাহার, যা নদীটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

দ্যা ক্যানো ক্রিস্টালস বা রিভার অফ ফাইভ কালারস নামের এ নদীটি সিরা ডি ম্যাকারেনা, কলম্বিয়ায় অবস্থিত। বর্ষার শেষে নদীটি হয়ে ওঠে অনন্ত যৌবনা। উপচে পড়ে এর সৌন্দর্য।যখন পানির লেভেল ও স্রোত উভয়ই কমে যায় তখন পানিতে স্থানীয় একপ্রকার জলজ উদ্ভিদ জন্মে। স্থানীয়ভাবে এর নাম ম্যাকারেনিয়া ক্লাভিগেরা। গাঢ় গোলাপি রঙের এই উদ্ভিদটি নদীর অন্যান্য উদ্ভিদকে সূর্যরশ্মি থেকে রক্ষা করে।

এ নদীতে প্রচুর সংখ্যক গর্ত রয়েছে। কোনোটি আবার বেশ বড়। গর্তগুলো আবার নুড়ি পাথরে ঘেরা। নিচে পলি। প্রাকৃতিকভাবেই কোনো কোনো গর্ত বড় থেকে আরও বড় হতে থাকে এবং একধরনের ঝরনার মতো সৃষ্টি হয়। এগুলো থেকে আবার ঝরে রঙের ধারা। তাও আবার একটি নয়, বেশ কয়েকটি। তাই অনেককে একে বলে তরল রংধনু।বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয় এ কারণে যে নদীতে পাঁচটি রং দেখা যায়। পাঁচ রঙের সন্নিবেশ পুরো নদীকে দেয় সুন্দর একটি রূপ।

No comments:

Post a Comment