১৯৩৩ সালে গাছটির মালিক ডগ এবং হিটার ভ্যান হিরডেন গাছটির মোটা গুঁড়ির মধ্যে মদের দোকান খোলার পরিকল্পনা করেন। তারা গুঁড়ির ভিতরের নরম অংশ অপসারণ করে একটি দরজা লাগানোর মতো জায়গা বের করেন। পরে একটি পথ তৈরি করে সেখানে যাতায়াতের জন্য ব্যবহার করেন রেলওয়ের স্লিপার। গাছের গুহার ভিতরে মোট জায়গা রয়েছে ১০৮ ফুট। কিন্তু এর মধ্যে ছাদ ১৩ ফুট।
মদের এ বারটিতে একসঙ্গে সময় কাটাতে পারেন ১৫ জন মানুষ। ভিতর ও বাইরের সাজসজ্জায় একধরনের আদিমতার ছোঁয়া পাওয়া যায় বারটিতে। বাইরে ঘণ্টা, বাতি ঝুলানো। রয়েছে মানুষের মুখোশ। ভিতরটাও বেশ ছিমছাম করে সাজানো। ছোট ছোট টুল, বেঞ্চ, দেয়ালের গায়ে কাঠে ঝুলানো মগ, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল। তাছাড়া গাছতলায় পাতা চেয়ার টেবিলেও রঙিন পানীয়তে জমে ভালো আড্ডা।
No comments:
Post a Comment