আজব পৃথিবী

Sunday, May 4, 2014

কুকুরের জন্য চশমা

কুকুরের জন্য চশমা তৈরি করবে গুগল! অবিশ্বাস্যহলেও এবার সত্যি সত্যিই কুকুরের জন্য চশমা তৈরি করতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল। তবে সব কুকুরের জন্যচশমা বানানো হবে না, শুধুমাত্র বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত কুকুরগুলোর জন্যই চশমা বানাবে প্রতিষ্ঠানটি। গুগলের তথ্য মতে, সাধারণত বোমা ও লাশ খুঁজে বের করায় নিয়োজিত কুকুরগুলো এ চশমার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণকারীদের সঙ্গে যোগাযোগে সক্ষম হবে। এমনকি এর মাধ্যমে কুকুরের দৃষ্টিতে দুনিয়াকে দেখতে পারবে মানুষ।

No comments:

Post a Comment