মানুষের শখের কোন শেষ নেই। কথায় বলে শখের তোলা ৮০ টাকা।কিন্তু শখ করে হাতে লম্বা নখ রেখেওযে কেউ বিশ্ব রেকর্ড করতে পারে তা জানা ছিল না অনেকেরই। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একজন নারী ক্রিস্টিন ওয়াল্টন যার বাম হাতের নখ ১০ ফুট ২ ইঞ্চি এবং ডান হাতের নখ ৯ ফুট ৭ ইঞ্চি লম্বা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড জানাচ্ছে, তিনি এখন বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারী। ২০১১ সাল থেকেই তিনি এই রেকর্ড ধরে রেখেছেন।
No comments:
Post a Comment