আজব পৃথিবী

Tuesday, May 6, 2014

পৃথিবীর বুকে স্বর্গীয় পাখি দুধরাজ

দুধরাজ পাখিটি 'সাহেব বুলবুলি' নামেও সমান পরিচিত। দেখতে বুলবুলির মত হলেও বুলবুলির সমগোত্রীয় নয় এ পাখি।  দুধরাজের বিশেষ আকর্ষণ হল তার লম্বা লেজ। লম্বা লেজ দেখলে মনে হতে পারে এ পাখি  উড়ে কেমন করে। অবশ্য উড়তে তার কোন সমস্যাই নেই। বরং যখন লম্বা লেজ নিয়ে উড়ে বেড়ায় তখন তাকে মনে হয় স্বর্গ থেকে কয়েক দিনের জন্য বেড়াতে এসেছে পৃথিবীতে। গলা থেকে তার লেজের দৈর্ঘ্য ১৯ থেকে ২১ সেন্টিমিটার। মাথায় রয়েছে মোহনীয় একটি তেল চকচকে ঝুটি। চোখে আছে নীল। যৌবনে এটি লাল আর মরিচায় আবৃত।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাদা ও শুভ্রতায় ভরে ওঠে। এমন রং বৈচিত্র খুব কম পাখিরই আছে।মেয়ে দুধরাজের লম্বা পালক থাকে না। দুধরাজ দম্পত্তি থাকে একসঙ্গেই।  প্রধান খাদ্য পোকামাকড়। এছাড়া পোকা মাকড় ধরতে এদের জুড়ি নেই। খুবই সাবধানের সঙ্গে উঁচু গাছের ডালে চমৎকার গোল বাসা বানায়। তাদের পছন্দেরস্থান হল বাঁশঝাড়। আম-কাঁঠালের বাগানেও তাদের দেখা মেলে। তাদের প্রজনন মৌসুম শুরু হয় বৈশাখে। ডিম দেয় চার থেকে পাঁচটি। বাবা-মা উভয়েই ডিমে তা দেয়। তা থেকে দুই তিনটি ছানা বড় হয়। দুধরাজকে কদাচিৎ দেখা গেলেও তাদের সংখ্যা খুব কম নয়। সারা দেশে পাওয়া গেলেও পঞ্চগড় এবং উত্তরাঞ্চলে এদের বেশি দেখা যায়। দেখা যায় সুন্দরবনেও। ঘন ঝোপ-ঝাড় দুধরাজের পছন্দের জায়গা। তবে এই পাখি প্রকৃতিতে কমে যাচ্ছে দিন দিন।

No comments:

Post a Comment