Sunday, May 25, 2014
ভূগর্ভে বিলাসবহুল বাড়ি
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভূগর্ভে নির্মিত
বিলাসবহুল একটি বাড়ির সন্ধান মিলেছে। যা বিক্রির জন্য দাম উঠেছে সাড়ে ১৭
লাখ মার্কিন ডলার।মাটির নিচে এ বাড়িটির আয়তন ১৫ হাজার বর্গফুট বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন।দিনে ও রাতে বিভিন্ন সময়ে আলো অন্ধকারের অনুভূতির জন্য রয়েছে কৃত্রিম
আকাশ, তারা, কৃত্রিম প্রকৃতি ও আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংকারটির
সিলিংয়ে স্থাপিত লাইটগুলো দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকার রাতের
পরিবেশ তৈরি করতে পারে।মাটির ২৬ ফুট গভীরে নির্মিত এ বাড়ির চারপাশে রয়েছে
প্রয়োজনীয় অনেক কিছু। দুটি বেডরুম ছাড়াও বেইজমেন্টে আছে একটি পুল, দুটি
বাথটাব, একটি স্টিম বাথ। এছাড়া রয়েছে একটি নাচের ফ্লোর।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment