Wednesday, May 21, 2014
জিরাফের মত লম্বা গলার হরিণ
অনেকটা জিরাফের মত লম্বা গলার এই হরিণের নাম Gerenuks। যারা Waller's gazelle নামেও পরিচিত। Litocranius গোত্রের এই হরিণের বৈজ্ঞানিক নাম Litocranius walleri। এদের বেশির ভাগ পাওয়া যায় পূর্ব আফ্রিকার সোমালিয়া, ইথোওপিয়া, কেনিয়া এবং তানজানিয়ার শুষ্ক মরুভুমিতে। এই হরিণের মাথা তার শরীরের তুলনায় যথেষ্ট ছোট হলেও তার কান ও চোখ দেখার মতই বড়। এই প্রজাতির হরিণের পুরুষদের শুধু শিং রয়েছে। পুরুষদের গলা মাদিদের তুলনায় অনেক পেশীবহুল। এদের পেটের তলা হয় লাল কিংবা গোলাপি রঙের। রয়েছে ছোট্ট একটি লেজ। মাথা থেকে লেজ পর্যন্ত পুরুষদের দৈর্ঘ্য প্রায় ১৫০ সেন্টিমিটার এবং মাদীদের দৈর্ঘ্য ১০৫ সেন্টিমিটার। মাদীদের ওজন যেখানে ৩০ কেজি সেখানে পুরুষদের ওজন ৪৫ কেজি। এরা যৌনসক্ষমতা অর্জন করে এক থেকে দেড় বছরের মধ্যে। আয়ুস্কাল প্রায় ১৩ বছর। এদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সিংহ, চিতা ও বন্যশিয়াল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment