আজব পৃথিবী

Friday, May 9, 2014

১২ ফুট লম্বা কাঁকড়া!

Godzilla এর সাথে মিল রেখে এই কাঁকড়ার নাম রাখা হয়েছে “Crabzilla”। Crabzilla নামের এই কাঁকড়াটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রজাতীর কাঁকড়া। জাপানের সমুদ্র অঞ্চলে খুঁজে পাওয়া মাকড়সা প্রকৃতির কাঁকড়ার অন্তর্গত এই Crabzilla প্রজাতীর কাঁকড়াটি হচ্ছে প্রানী জগতের “arthropod” প্রজাতির অন্তর্গত সব থেকে বড় প্রানী। ধারনা করা হয় Crabzilla প্রজাতির কাঁকড়ার পা ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

No comments:

Post a Comment