আজব পৃথিবী

Monday, May 5, 2014

গাড়িচালক কুকুর!

প্রাইভেটকারে চালকের আসনে কুকুর থাকলে যে কেউ দেখে অবাক হবেন। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে।একটি কুকুর প্রাইভেটকারে চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছে। পাশে বসা যাত্রীটিও তার সমশ্রেণীর। চালক কুকুর সিটবেল্ট পরে বেশ আস্থার সঙ্গে গাড়ি চালিয়ে যাচ্ছে।'সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ত্রুক্রয়েলটি টু অ্যানিমেল' (এসপিসিএ) নিউজিল্যান্ডের পশুপ্রেমী সংগঠন। সম্প্রতি এ সংগঠনটি তিনটি কুকুরকে প্রশিক্ষণ দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১০ মাস বয়সী 'পটার', ১৮ মাস বয়সী 'মন্টি' ও এক বছর বয়সী 'জিনি'।কুকুরগুলোকে গাড়ি চালানো শেখানোর সময় পাশে ছিলেন একজন প্রশিক্ষক। গাড়ি চালানোর প্রাথমিক ধারণার জন্য তিনটি কুকুরকে আট সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হয়েছে। পায়ের থাবা দিয়ে গিয়ার ও স্টিয়ারিং সহজেই নিয়ন্ত্রণ করতে পারে চারপেয়ে জীবগুলো। এখন এগুলো পারদর্শী চালক হয়ে উঠেছে। 

No comments:

Post a Comment