আজব পৃথিবী

Saturday, May 3, 2014

পানির নিচে বিস্ময়কর পোস্ট অফিস

এই ৩জি’র যুগে কেউ আবার ডাকঘরে গিয়ে চিঠি পোস্ট করবে এমন মানুষ খুঁজে পাওয়া খুব সহজ হবে না। আধুনিক যোগাযোগ মাধ্যমের ফলে চিঠি আদান-প্রদান মানুষ প্রায় ভুলতে বসেছে। তবে পর্যটকদের আকর্ষণের জন্য সমুদ্রের পানির নিচে এবার প্রথমবারের মতো পোস্ট অফিস স্থাপন করা হয়েছে। পর্যটকরা ইচ্ছে করলে এ পোস্ট অফিসের মাধ্যমে তার প্রিয়জনদের চিঠি লিখে বার্তা পাঠাতে পারবেন।দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ৫০ মিটার গভীরে স্ফটিক জলে নিমজ্জিত এই বিস্ময়কর পোস্ট অফিসটির নাম ‘ভ্যানুয়াটু পোস্ট অফিস’। পর্যটকরা ইচ্ছে করলে সাঁতারের প্রয়োজনীয় উপকরণসহ পানির নিচে গিয়ে এ বিশেষ পোস্ট অফিসটি পরিদর্শনও করতে পারবেন। আবার কেউ চাইলে বিশেষ কোনো পোস্টকার্ড পোস্ট করতে পারেন। এগুলো ওয়াটারপ্রুফ বক্স জমা রাখা হয়। এই বিশেষ পোস্টবঙ্টি তৈরি করেছেন হাইডএওয়ে আইল্যান্ডের ৬৮ বছর বয়সী ডাইভ ম্যানেজার মাইক ক্রোফোর্ড।এরপর পোস্টকার্ডগুলো নিয়মিত সংগ্রহ করে বিশেষ ডাক সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হয়। পোস্ট অফিসটি তৈরি করা হয়েছে বিশালাকৃতির ফাইবার গ্লাসে নির্মিত পানির ট্যাঙ্কের ভেতরে।

No comments:

Post a Comment