আজব পৃথিবী

Sunday, March 23, 2014

বিশ্বের সবচেয়ে বুড়ো পাখি ৬৩ বছর বয়সে ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দিল

আকাশে উড়ে বেড়াতে পারে এরকম পাখিদের মাঝে সবচেয়ে বয়স্ক পাখিটির নাম হচ্ছে উইসডম যা ‘দ্য লেইসান এলবাট্রস’ প্রজাতির অন্তর্গত। এর বয়স কত জানেন? ৬৩ বছর। পাখিদের জীবনকালের হিসেবে এ পাখিটি অনেক বুড়োই। আর এ বুড়ো বয়সেই পাখিটি ৩৫ তম বারের মতো মা হয়েছে, ডিম ফুটিয়ে জন্ম দিয়েছে বাচ্চার। হাওয়াই ও জাপানের মধ্যবর্তী Midway Atoll National Wildlife Refuge তে পাখিটি ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দেয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন-সাদা ও ধূসর রঙের এ পাখিটি মোট ৩৫ টি বাচ্চার জন্ম দিয়েছে। এবং এ সংখ্যাটি আরো বাড়তে পারে!

বিজ্ঞানীরা ১৯৫৬ সালে প্রথম এ পাখিটির দেখা পান। সে সময় থেকে আজ পর্যন্ত এটা প্রায় ৩ মিলিয়ন মাইল পথ অতিক্রম করেছে ডানায় ভর করে। গবেষকরা জানান, গত ৯০ বছরের জানা ইতিহাসে এ পাখিটিই সবচেয়ে বয়স্ক পাখি ও গত ৩০ বছর যাবত টানা ডিম পেড়ে চলেছে। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি ডিম ফুটে বাচ্চা জন্ম নেয় ও এটা বেশ সুস্থই আছে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে ‘দ্য লেইসান এলবাট্রস’ প্রজাতির পাখিরা সারাজীবনে একটিমাত্র সঙ্গীর সাথেই মিলিত হয় ও প্রতিবারে মাত্র একটি ডিম পাড়ে। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, ‘উইসডম’ নামের এ এলবাট্রস পাখির সঙ্গী কি এত বছর ধরেই একটিই নাকি একাধিক।

No comments:

Post a Comment