আকাশে উড়ে বেড়াতে পারে এরকম পাখিদের মাঝে সবচেয়ে বয়স্ক পাখিটির নাম হচ্ছে উইসডম যা ‘দ্য লেইসান এলবাট্রস’ প্রজাতির অন্তর্গত। এর বয়স কত জানেন? ৬৩ বছর। পাখিদের জীবনকালের হিসেবে এ পাখিটি অনেক বুড়োই। আর এ বুড়ো বয়সেই পাখিটি ৩৫ তম বারের মতো মা হয়েছে, ডিম ফুটিয়ে জন্ম দিয়েছে বাচ্চার। হাওয়াই ও জাপানের মধ্যবর্তী Midway Atoll National Wildlife Refuge তে পাখিটি ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দেয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন-সাদা ও ধূসর রঙের এ পাখিটি মোট ৩৫ টি বাচ্চার জন্ম দিয়েছে। এবং এ সংখ্যাটি আরো বাড়তে পারে!
বিজ্ঞানীরা ১৯৫৬ সালে প্রথম এ পাখিটির দেখা পান। সে সময় থেকে আজ পর্যন্ত এটা প্রায় ৩ মিলিয়ন মাইল পথ অতিক্রম করেছে ডানায় ভর করে। গবেষকরা জানান, গত ৯০ বছরের জানা ইতিহাসে এ পাখিটিই সবচেয়ে বয়স্ক পাখি ও গত ৩০ বছর যাবত টানা ডিম পেড়ে চলেছে। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি ডিম ফুটে বাচ্চা জন্ম নেয় ও এটা বেশ সুস্থই আছে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে ‘দ্য লেইসান এলবাট্রস’ প্রজাতির পাখিরা সারাজীবনে একটিমাত্র সঙ্গীর সাথেই মিলিত হয় ও প্রতিবারে মাত্র একটি ডিম পাড়ে। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, ‘উইসডম’ নামের এ এলবাট্রস পাখির সঙ্গী কি এত বছর ধরেই একটিই নাকি একাধিক।
No comments:
Post a Comment