আজব পৃথিবী

Sunday, March 23, 2014

সবচেয়ে বিষাক্ত মাছ

পাফার ফিশ বা পাফার মাছ বিশ্বের সবচেয়ে বিষাত্বক মাছ গুলোর মধ্যে একটি। এর প্রায় ১২০টি প্রজাতি আছে। এরা ঠাণ্ডা পানিতে থাকে না।দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে এদের কিছু প্রজাতির দেখা পাওয়া যায়। এরা সাইজে বেশ ছোট তবে, কিছু কিছু প্রজাতির পাফার ফিশ দৈর্ঘে প্রায় ১০০ সেন্টিমিটার হয়ে থাকে। এর শরীরে Tetrodotoxin (TTX) নামে একটি বিষাক্ত পদার্থ থাকে। এই Tetrodotoxin সায়ানাইডের চেয়েও শক্তিশালী যা, খুব সহজেই মানুষের শ্বাস বন্ধ করে দেয়।

No comments:

Post a Comment