ঐশ্বরিয়া রায়
ছবিতে ঐশ্বরিয়া রায়কে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে। সিনেমা ও পার্টি ছাড়া অন্য যায়গায় যেতে তিনি খুব হালকা মেকআপ করেন। বলাই বাহুল্য যে বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম এই সুন্দরীকে বাস্তবের চাইতে সিনেমায় বেশ কম বয়স্ক ও উজ্জ্বল দেখায়।
কারিনা কাপুর
নিজের বেশিরভাগ সিনেমাতেই খুব কম মেকআপ নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তার ধারণা কড়া মেকআপে তাকে একেবারেই মানায় না। তবে মেকআপ ছাড়া তাকে একদমই গ্ল্যামারহীন দেখায়।
দীপিকা পাড়ুকন
কারিনার মত দীপিকাও খুব সাদামাটা থাকতেই ভালোবাসেন। দীপিকার ত্বক বেশ ভালো তাই সিনেমার শুটিং ছাড়া খুব একটা মেকআপ করতেও দেখা যায়না তাকে। আর মেকআপ করলেও ত্বকের সঙ্গে মানানসই মেকআপ করেন তিনি।
প্রীতি জিনতা
সিনেমার পর্দায় প্রীতি জিনতাকে যতটা উজ্জ্বল ও প্রানবন্ত দেখায়, মেকআপ ছাড়া ঠিক যেন তার বিপরীত! বেশ ম্লান ও বয়স্ক দেখাচ্ছে তাকে মেকআপ ছাড়া।
ক্যাটরিনা কাইফ
সিনেমার মেকআপে অসাধারণ সুন্দরী দেখায় ক্যাটরিনাকে। মেকআপ ছাড়া তাকে খুব খারাপ না দেখালেও আসল বয়সটা পরিষ্কার দেখা যাচ্ছে।
রানী মুখার্জি
চেনা চেনা লাগছে? মেকআপ ছাড়া দেখুন রানী মুখার্জিকে। মেকআপ ছাড়া বয়সের ছাপটা একটু বেশিই বোঝা যায় রানী মুখার্জির।
কাজল
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দিয়ে সিনেমার হল কাঁপানো এই নায়িকার মেকআপ ছাড়া ছবিটি দেখুন!
প্রিয়াংকা চোপড়া
বিশ্ব সুন্দরী এবং বলিউডের সুপার স্টার প্রিয়াংকা চোপড়ার ত্বক খুবই সুন্দর। তবে বাস্তবে তিনি মোটেও গ্ল্যামারাস নন। শ্যাম বর্ণা এই নায়িকার মেকআপ ছাড়া ছবিটি দেখুন।
সোনাক্ষি সিনহা
সোনাক্ষি সিনহা বলিউডে পা দেয়ার আগে অতিরিক্ত স্থুলকায় ছিলেন। নিজের ওজন অনেকখানি ঝরিয়েছেন তিনি। তবে এখনো নিজের অতিরিক্ত ওজনের জন্য সমালোচিত হচ্ছেন তিনি বলিউডের অন্য নায়িকাদের কাছে। দেখুন তার মেকআপ ছাড়া আগের একটি ছবি।
No comments:
Post a Comment