গত চারশ বছর ধরে একটি প্রশ্ন বিজ্ঞানীদের মাথাব্যথার কারণ হয়ে ছিল। সেটা হচ্ছে বিশাল নদী অ্যামাজনের উৎপত্তিস্থল কোথায়? এ সাধারণ প্রশ্নটির উত্তরই জটিল আকার ধারণ করেছে কারণ অ্যামাজনের উপনদীর সংখ্যা যে কম নয়! পেরুরই অন্তত ৫ টি নদী একই স্থান দিয়ে প্রবাহিত হচ্ছে সেই ১৬০০ সালের মাঝামাঝি সময় থেকে।
১৯৭১ সাল থেকে সবাই জেনে আসছিলেন যে এপুরিম্যাক নদীই অ্যামাজন নদীর উৎপত্তিস্থল। কিন্তু Area নামে একটি জার্নালে গবেষকরা জানিয়েছেন যে, এ তথ্যটি ছিল ভুল। প্রকৃতপক্ষে দক্ষিণ-পশ্চিম পেরুর মান্টারো নদীই হচ্ছে অ্যামাজন নদীর মূল উৎপত্তিস্থল। তবে সত্যিই যদি এরকম হয় তবে আরো কিছু পরিবর্তন আবশ্যক। বর্তমানে অ্যামাজন নদীর দৈর্ঘ্য হচ্ছে ৪০০০ মাইল, সেটার সাথে আরো ৪৭ থেকে ৫৭ মাইল যুক্ত করতে হবে। টপোগ্রাফিক ম্যাপ, স্যাটেলাইট থেকে নেয়া ছবি, ডিজিটাল হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার, জিপিএস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে গবেষকরা দেখেন যে, মান্টারো নদী এপুরিম্যাক নদীর চেয়েও ১০ ভাগ বেশি দীর্ঘ। তবে অনেক বিশেষজ্ঞের মতে, এ নদীটি অ্যামাজনের একটি ‘নতুন উৎপত্তিস্থল’ হতে পারে কিন্তু ‘উৎপত্তিস্থল’ নয়।
No comments:
Post a Comment