যুক্তরাষ্ট্রের ব্রুকলিন অঙ্গরাজ্যের ৭৯ বছর বয়সী প্রবীণ নারী ক্যারোলিন
মিসেলব্যাচ সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ দিলেন। অবশ্য এ ঝাঁপ বিমান
থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার জন্য নয়। বরং জনপ্রিয় অ্যাডভেঞ্চার গেম স্কাই
ডাইভিংয়ের অদম্য শখটাকে পূরণ করতে। অর্থাৎ বিমানে আকাশে উঠে সেখান থেকে
ঝাঁপ দেয়া। বাতাসে ভেসে নিচে নামতে নামতে সময় বুঝে প্যারাসুট খুলে মাটিতে
অবতরণ করা। ক্যারোলিন তার ৬০ বছর বয়সী প্রশিক্ষকের সঙ্গে
বিমান থেকে লাফ দেন ও সফলভাবে অবতরণ করেন। বুকে পেসমেকার বসানো থাকায় ও
প্যারাসুটের দড়ির সাথে বারবার ঘষা লাগায় বুকে হালকা একটু ছড়ে গেছে। তবে
সেটা নিতান্তই সামান্য। বয়সে প্রবীণ হলেও, মনের দিক থেকে চিরতারুণ্য ধরে
রেখেছেন তিনি। ক্যারোলিনের কঠিন অসুখের লম্বা তালিকার কথা মনে করিয়ে ৩
চিকিৎসক তাকে নানাভাবে দমাতে চেষ্টা করেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এই নারীই
৬ বার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। দুইবার ক্যান্সারকে পরাস্ত করেছেন।
ডায়াবেটিস, অস্টিওপোরোসিস ও বাতের মতো জটিল ব্যাধিতেও ভুগছেন। কিন্তু তাদের
সে পরামর্শ কানেই তোলেননি অসম সাহসী এ নারী। কোন দুঃসাহসী তরুণের জন্যও
এটা এক বড় চ্যালেঞ্জ। অবশ্য ঝুঁকিটা নেয়ার কারণে নেতিবাচক কিছু ঘটার
আশঙ্কাই করছিলেন অনেকে। তবে অক্ষতভাবে বিমান থেকে লাফিয়ে পড়ে মাটিতে অবতরণ
করে তাদের ভুল প্রমাণ করেছেন ক্যারোলিন। তিনি নিজেও নিশ্চয়ই বুঝতে
পেরেছিলেন ঝুঁকির কথা। কিন্তু করবো নয়তো মরবো জেদটা বজায় রেখেছিলেন তিনি।
ক্যারোলিন ৬ বছর মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। সম্পূর্ণ নিজ
দায়িত্বে দুটি ছেলেকে মানুষ করেছেন। তার ছেলের ঘরে রয়েছে কয়েকটি সন্তান।
তাদের একজনের আবার একটি সন্তান রয়েছে। এদিকে বিশ্ববাসীকে আরও একটি চমক
দেয়ার পরিকল্পনা করছেন তিনি। অ্যাডভেঞ্চার-প্রেমী ক্যারোলিন আগামী অক্টোবরে
তার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে তার ১০ বন্ধুকে নিয়ে স্কাইডাইভ অর্থাৎ বিমান
থেকে লাফিয়ে মাটিতে পুনরায় অবতরণের কথা ভাবছেন।
No comments:
Post a Comment