আজব পৃথিবী

Saturday, March 22, 2014

সাগরের আতংক টাইগারফিশ

সাগর-নদী বা জলের আতংক বলেই হাঙর কিমবা পিরানার কথাই সবার মনে ঘুরপাক খায় । কিন্তু এর তুলনায় কোন অংশে কমনয় আফ্রিকার কঙ্গো, জাম্বিয়া , জিম্বাবুয়ে, মোজাম্বিকের নদী ও হ্রদ জলের দুর্দান্ত শিকারী Tigerfish

পেশীবহুল দেহ, সুতীক্ষ্ণ দাঁত, অত্যন্ত আক্রমণাত্মক বেপরোয়া মেজাজের এবং দক্ষ শিকারি নদীর বাঘ বা Tigerfish ১৫০ পাউন্ড পর্যন্ত হতে পারে। নদীর এই বাঘ একা চলাফেরা করলেও হাতের কাছে শিকার পেলে কাছাকাছি থাকা সবাই শিকারের উপর ঝাঁপিয়ে পরে। এদের খাদ্য তালিকায় সব ধরণের প্রাণী আছে । হাতের নাগালে যে কোন প্রাণী এরা শিকার করে। এমনকি মানুষও !

পানিতে যে কোন প্রাণীর দাপাদাপি বা কোন কিছুর কম্পন কে লক্ষ্য করে নদীর এই বাঘ বা Tigerfish শিকারের সন্ধান করে । তাই আফ্রিকার কঙ্গো, জাম্বিয়া , জিম্বাবুয়ে, মোজাম্বিক নদী ও হ্রদ জলে কক্ষনো ডিঙ্গি থেকে কেউ পানিতে পরে গেলে মানুষের দাপাদাপি ফলে পানিতে সৃষ্ট কম্পন নদীর বাঘ কে জানান দেয় শিকারের উপস্থিতি। ফলে আশেপাশে থাকা দুর্দান্ত নদীর বাঘ বা Tigerfish ঝাঁপিয়ে পরে শিকারের উপর। সুতীক্ষ্ণ দাঁত দিয়ে মুহূর্তেই কেটে কুটে আহারে পরিণত করে জ্যান্ত

No comments:

Post a Comment