একজন শান্তশিষ্ট ধীর গতিসম্পন্ন নিরীহ প্রানি আরেক জন ভয়ঙ্কর দ্রুত গতিসম্পন্ন প্রানি। দুই বিপরীত ধর্মী প্রানি কচ্ছপ ও কুমিরকে এবার দেখা গেল একসাথে ঘুরে বেড়াচ্ছে পানিতে। তাও আবার কুমিরের পিঠে চড়ে শান্ত ভাবে ঘুরছে কচ্ছপ!!৪১ বছর বয়সী শন মিলার টেক্সাসে সি ওয়ার্ল্ড ভ্রমনে গিয়ে দেখতে পান এই অস্বাভাবিক বন্ধুত্ব। আর তখনই ধারন করে ফেলেন এই অভূতপূর্ব দৃশ্য।
No comments:
Post a Comment