আজব পৃথিবী

Monday, March 24, 2014

একাধারে ২০ জন মানুষকে মেরে ফেলতে সক্ষম কিং কোবরা

বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপের নাম কিং কোবরা যার দৈর্ঘ্য প্রায় ১৯ ফুট। এই প্রজাতির সাপ সাধারনত এশিয়ার দক্ষিন পূর্বাঞ্চলের গহীন অরণ্যে পাওয়া যায়।কিং কোবরা অত্যন্ত বিষধর ও নিষ্ঠুর হয়ে থাকে। এই সাপ সবচেয়ে বেশি পরিমান বিষ ধারন করে ও দ্রুত গতিতে চলাচল করতে পারে।শিকারের সময় তারা এই বিষ প্রয়োগ করে যা আক্রান্ত শিকারির মৃত্যু নিশ্চিত করে। সাধারনত ২- ১০ ফোটা বিষ এরা একবারে নিক্ষেপ করে যা একাধারে ২০ জন মানুষকে মেরে ফেলতে সক্ষম।


No comments:

Post a Comment