বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপের নাম কিং কোবরা যার দৈর্ঘ্য প্রায় ১৯ ফুট। এই প্রজাতির সাপ সাধারনত এশিয়ার দক্ষিন পূর্বাঞ্চলের গহীন অরণ্যে পাওয়া যায়।কিং কোবরা অত্যন্ত বিষধর ও নিষ্ঠুর হয়ে থাকে। এই সাপ সবচেয়ে বেশি পরিমান বিষ ধারন করে ও দ্রুত গতিতে চলাচল করতে পারে।শিকারের সময় তারা এই বিষ প্রয়োগ করে যা আক্রান্ত শিকারির মৃত্যু নিশ্চিত করে। সাধারনত ২- ১০ ফোটা বিষ এরা একবারে নিক্ষেপ করে যা একাধারে ২০ জন মানুষকে মেরে ফেলতে সক্ষম।
No comments:
Post a Comment