প্রায় পাঁচ ঘণ্টা ধরে লড়াই চলে একটি সাপ ও একটি কুমিরের মধ্যে। শেষ পর্যন্ত সাপই জয়ী হলো। পরিণামে কুমিরের জায়গা হলো সাপের পেটে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের একটি হ্রদে এ ঘটনা ঘটে। অনেকেই ঘটনার প্রত্যক্ষদর্শী। কেউ কেউ তা ক্যামেরাবন্দিও করেছে।খবরে বলা হয়, টেবিস করলিস নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রবিবার মাউন্ট ইশা শহরের নিকটে কুনইসল্যান্ড হ্রদে গিয়ে দেখি একটি ১০ ফুট লম্বা বিশাল অজগর একটি কুমিরকে পেছিয়ে রেখেছে। আর এ লড়াইটা চলছিলো পানির ভিতরেই। তিনি বলেন, আমি আমার স্ত্রী টিফানিকে সাথে নিয়ে এ লড়াই দেখছিলাম। আমাদের কাছে ঘটনাটি মনে হচ্ছিলো অবিশ্বাস্য এক কান্ড।করলিস বলেন, ঘন্টা খানেক পরেই সাপটি কুমিরটিকে নিয়ে হ্রদের তীরে উঠে আসে। এবং তার প্যাঁচ থেকে কুমরিকে মুক্ত করে দেয়। কিন্তু ততক্ষণে মরে গেছে কুমিরটি। তিনি বলেন, এর ১০ মিনিট পরেই দেখা গেলো কুমিরটি জায়গাই নেই। ততক্ষণে তাকে গিলে ফেলেছে সাপটি।
করলিসের স্ত্রী টিফানি বলেন, আমরা চিন্তা করছিলাম সাপটি কিভাবে এরকম একটি প্রাণীকে হজম করতে পারলো? কিন্তু বাস্তবে তাই ঘটেছে। তিনি বলেন, যে কেউ ঐ সাপটির পেটের দিকে খেয়াল করলে দেখা যাবে, কুমিরের পা, হাড়ের অস্তিত্ব। টিফানি বলেন, কুমিরটি চেয়েছিলো পানি থেকে বের হয়ে আসতে কিন্তু শেষ পর্যন্ত পারেনি।
No comments:
Post a Comment