অ্যান্টার্কটিকার কেন্দ্রস্থলে স্যাটেলাইটের মাধ্যমে খোঁজ মিললো পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের। যেখানের তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৯৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।অ্যান্টার্কটিকার নতুন ওই শীতলস্থানটি সম্পর্কে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অবস্থিত দেশটির জাতীয় তুষারপাত এবং বরফের তথ্য সংগ্রহ সেন্টারের কর্মকর্তা চেড স্কামবোস বলেন, এটি আমাদের কল্পনার চেয়েও কম তাপমাত্রা। এটি আলাস্কা কিংবা সাইবেরিয়ার তাপমাত্রার চেয়ে ৫০ ডিগ্রি নিচে।
No comments:
Post a Comment