চীন বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল ও কারিগরি দিক থেকে অত্যন্ত দক্ষ জাতি। বড় বড় আকর্ষণীয় ঘরবাড়ি, বেইজিং ও সাংহাইয়ের মত উন্নত প্রযুক্তির উৎকর্ষতায় পরিপূর্ণ নগরী আছে । কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য সাংহাই থেকে মাত্র ১০০ মাইল দূরেই প্রায় ৩ কোটি লোক মাটির নিচে বসবাস করে।এটা চীনের সানঝি রাজ্য যেখানকার মাটি খুব সহজেই খনন করা যায়। সেখানে মানুষজন গুহা বানিয়ে থাকে।২১ শতকের এই সময়ের জন্য এটা অবাক করা ঘটনা বা হাস্যকর মনে হলেও এটা সত্য যে অসংখ্য গুহাবাসি সেখানে ঐতিহ্যগত ভাবেই বসবাস করে আসছে। তাদের ঘর বাড়ি মাটির তৈরি হলেও তা যথেষ্ট মজবুত।
No comments:
Post a Comment