বাচ্চারা যখন দুধের ফিডার মুখে নিয়ে শুয়ে থাকে তখন ইন্দোনেশিয়ার বিস্ময় বালক আদলি রিজাল ধরেছে ধূমপানের মতো বদভ্যাস। মাত্র দুই বছর বয়সে ধূমপানে আসক্তি হয় তার, আর পাঁচ বছর বয়সে চেইনস্মোকার হয়ে ওঠে সে। দিনে ৪০টির মতো সিগারেট খায় সে।সুমাত্রা দ্বীপের এক দরিদ্র গ্রামের বাসিন্দা রিজাল মাত্র দু বছর বয়সেই ধূমপানের কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। তার কথা প্রকাশ পাওয়ার পর ইন্দোনেশিয়ার সরকার শিশুদের মধ্যে ধূমপান বিরোধী প্রচারণা চালায়। তখন আলদির ধূমপানের নেশা কাটাতে তাকে বিশেষ পুর্নবাসন কেন্দ্রে ভর্তি করা হয়।
No comments:
Post a Comment