আজব পৃথিবী

Sunday, March 23, 2014

গাছের বয়স ৬০০০ বছর

বিজ্ঞানীরা পৃথিবীর প্রাচীন একটি গাছের সন্ধান পেয়েছেন। গাছটির নাম “সুনল্যান্ড বাউবাব", যা গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকায় জন্মে। এবং হ্যাঁ, গাছটির বয়স ৬০০০ বছরেও বেশি! এবং মজার ব্যাপার হচ্ছে গাছের ফাঁপা গুঁড়িতে আছে রীতিমত একটি বার!বাওবাব গাছটি আদানসোনিয়া নামেও পরিচিত। আফ্রিকার মধ্যাংশ ও পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় যে বড় প্রজাতি গাছগুলি আছে সেগুলো মধ্যে সুনল্যান্ড বাওবাব সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীনতম বাওবাব গাছ। গাছটি দক্ষিণ আফ্রিকার লিপ্পোপো প্রদেশে পাওয়া গেছে।

গাছটির ভিতরে অনেক বড় একটি কাঠরার(কাঠ দ্বারা তৈরি গর্ত) মত জায়গা আছে। মজার ব্যাপার হচ্ছে এটা কোনো মানুষের তৈরি না। এই কাঠরাটি প্রাকৃতিকভাবেই তৈরি। এই কাঠরার ভিতরে ১৯৯৩ সালে একটি বার তৈরি করা হয় যা ভ্যান হার্ডিন পরিবারের মালিকানাধীন ।গাছটির ভিতরে শুধু মাত্র ১৫ জনের একটি দল একযোগে প্রবেশ করতে পারে,এর ভিতরে যে সব ছোট ছোট প্রবেশপথ আছে যা ১৩ ফুট উঁচু। গাছটির ব্যাস প্রায় ৩৫ ফুট।


No comments:

Post a Comment