ভালোবাসার পোষ্য কচ্ছপটিকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগের বশে চুম্বন করেছিলেন এক চীনা যুবক। ব্যাস, আদর করতে গিয়ে শেষ পর্যন্ত তাকে হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছে।অনেকদিনের পোষা কচ্ছপকে জঙ্গলে ছেড়ে আসতে গিয়েছেলেন চীনের ওই নাগরিক। দীর্ঘদিনের বন্ধন বলে কথা, তাই ছেড়ে দেয়ার আগে শেষবারের মতো কচ্ছপের ঠোঁটের উপরে রেখেছিলেন ঠোঁট। আর তাতেই ঘটলো বিপত্তি। অবুঝ কচ্ছপ কি আর সেই আদরের মর্ম বোঝে? দিলো তার মনিবের ঠোঁটের উপরে কামড় বসিয়ে। আর কামড় দিয়ে ঝুলে রইল ওই যুবকের ঠোঁটের সঙ্গে। চীনের ফুজিয়ান প্রদেশের ওই নাগরিক পশুপ্রেমের আতিশষ্য মত্ত হয়ে ভুলেই গিয়েছিলেন কচ্ছপের মুখগহ্বরের কথা। তাৎক্ষণিক ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চীনের সাংহাই নিউজ জানায়।
যুবকের এক বন্ধু সকলের সতর্কতার জন্যে সঙ্গে সঙ্গে ভয়াবহ চুম্বন দৃশ্যের একটি ছবি ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।স্বচ্ছ পানিতে বসবাসকারী এই প্রজাতির কচ্ছপগুলো ৫০০ মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। এগুলো সাধারনত ১৬০ বছর বাঁচে। বৃহৎ এবং শক্তিশালী চোয়ালের জন্যে এসব কচ্ছপের আলাদা পরিচিতি রয়েছে।
No comments:
Post a Comment